ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ হলে বাংলাদেশের রপ্তানি দশমিক ৫ শতাংশ কমবে

প্রথম আলো প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৯:১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৩ শতাংশ কমে যেতে পারে। এ ছাড়া রপ্তানি প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ও ইউনাইটেড নেশন্স ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস রিসার্চের পরিচালক কুনাল সেনের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস প্রকল্পের আওতায় এই গবেষণা করা হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যের একটি সারমর্ম যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য কনভারসেশনে ২ মে প্রকাশিত হয়েছে।


দুই অর্থনীতিবিদের এই গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ না হয়ে বিদ্যমান শুল্ক বহাল থাকলে সে ক্ষেত্রে বাংলাদেশের জিডিপিতে কোনো প্রভাব পড়বে না। উল্টো রপ্তানি ১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। গবেষণায় বলা হয়েছে, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে বিশ্বের সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশগুলো প্রাথমিকভাবে লাভবান হলেও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এক গাণিতিক মডেলিং ব্যবহার করে এই গবেষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও