'বার্সেলোনার জন্য সানসিরো আজ নরক হয়ে উঠবে'

bangla.thedailystar.net প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৮:৩৭

প্রথম লেগে ঘরের মাঠের সুবিধা আদায় করে নিতে পারেনি বার্সেলোনা। মন্তুজুইকে দারুণ খেললেও ৩-৩ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার দ্বিতীয় লেগের লড়াইটা ইন্টার মিলানের মাঠ সানসিরোতে। আর এই মাঠটি আজ বার্সেলোনার জন্য রীতিমতো নরকে পরিণত হবে বলে মনে করেন ইন্টারের সাবেক তারকা ফুটবলার আন্তনিও কাসানো।


প্রথম লেগের দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের পর এই সেমিফাইনাল মধ্যে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ইন্টার সমর্থকদের। তাই চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পুরো মিলান শহরকে থমকে দেবে বলে মনে করেন এই ইতালিয়ান। কাসানো দৃষ্টিতে, এগিয়ে আছে ইন্টার, তবে ফাইনাল হাতছাড়া না করতে চাইলে তাদের আরও ভালো খেলতে হবে।


'ভিভা এল ফুটবল' অনুষ্ঠানে কাসানো বলেন, 'ইন্টার এগিয়ে আছে, কারণ তারা ঘরের মাঠে খেললে প্রচণ্ড চাপ তৈরি করতে পারে। বার্সার জন্য আজ সানসিরো হয়ে উঠবে একপ্রকার নরক। ঘরের মাঠের বাড়তি সুবিধা তো আছেই, সেই সঙ্গে আয়ও হবে রেকর্ড পরিমাণ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও