
‘বহুত্ববাদ’ ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবে দলগুলোতে মতভেদ
জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এতে তত্ত্বাবধায়ক সরকার এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো একমত হলেও কিছু সংবেদনশীল প্রশ্নে তাদের মধ্যে এখনো ভিন্নমত রয়ে গেছে।
১৬৬ প্রশ্নপত্রের মাধ্যমে কমিশন সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন, বিচার বিভাগ এবং জনপ্রশাসনের সংস্কার নিয়ে মতামত নিচ্ছে। এসব মতামতের ভিত্তিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ তৈরি হবে, যার লক্ষ্য গণতান্ত্রিক স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
কমিশন এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেছে। যার মধ্যে তিন বড় শক্তি- বিএনপি, জামায়াতে ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত মতামত দিয়েছে।
সংস্কার কমিশনের সংবিধানের প্রস্তাবনায় 'বহুত্ববাদ' এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা— এই দুটি পদে আলাদা দায়িত্ব রাখা নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
বিএনপি প্রস্তাবনায় 'বহুত্ববাদ' যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর বদলে তারা ২০১১ সালের আগে যেভাবে ছিল, সেই অনুযায়ী 'সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস' বাক্যটি ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে।