You have reached your daily news limit

Please log in to continue


দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

সাজা মওকুফ করে যাবজ্জীবন দণ্ডিত আরও ২৯ কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর।

রোববার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে আরো ২৯ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারী কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতা বলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছেন।”

তবে কারা মুক্তি পেয়েছেন, তাদের পরিচয় জানানো হয়নি।

কারা আইনের ৫৬৯ ধারায় বলা হয়েছে, ১৯৯০ সালের ৭ ডিসেম্বর এর পূর্বে বা পরে যেসব বন্দির সাজা সশ্রম বা যাবজ্জীবন হিসাবে প্রদান করা হয়েছে, তাদের সাজার মেয়াদ রেয়াতসহ যথাক্রমে ১৪ বছর এবং ২০ বছর অতিবাহিত হওয়ার পর সম্ভাব্য মুক্তির ২ মাস বা ৩ মাস আগে কারা মহাপরিদর্শকের মাধ্যমে সরকারের কাছে সাজা মওকুফের আবেদন করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন