বছরের প্রথম পাঁচ মাস: ঢাকায় খুন বেড়েছে প্রায় তিন গুণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৮

২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২ দশমিক ৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকেই এ তথ্য পাওয়া গেছে।


পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে অপরাধ বৃদ্ধির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে সোহাগকে হত্যা করার নির্মম ধরনের কারণে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।


পুলিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ঢাকায় খুনসহ কোনো কোনো অপরাধ তিন গুণ পর্যন্ত বেড়েছে। সহিংস ও প্রাণঘাতী অপরাধ যেমন—হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির হার বেড়েছে গড়পড়তা ১৭৮ শতাংশ। বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। চুরির মতো অপরাধ কিছুটা কমেছে। তবে হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা সমাজবিজ্ঞানীর।


v

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও