You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার সকালে

কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে পৌঁছাবেন মঙ্গলবার সকালে। তার ফেরার সঙ্গী হচ্ছেন দুই পূত্রবধু- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি শনিবার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে সোমবার বিকালের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে কাতারের আমিরের র‌য়েল এয়ার অ্যাম্বুলেন্সটি, দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে ইনশাল্লাহ।”

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, সেই উড়োজাহাজেই সোমবার দেশে ফিরবেন। সময়সূচি পরে জানানো হবে।

ওই সংবাদ সম্মেলনের আগে বিএনপির তরফে জানানো হয়েছিল, বিএনপি চেয়ারপারসন চার মাস লন্ডনে কাটিয়ে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন