চীন কলাকুশলীদের নিয়ে যৌথ প্রযোজনায় সিনেমা বানাবেন আমির খান

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৯:৪৩

চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।


গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও