
মশা নিয়ন্ত্রণে ডিএসসিসি’র ৫০০ কর্মী মোতায়েন
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১২:৫৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মশা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৫০০ জন মশা নিয়ন্ত্রণ ও স্যানিটেশন কর্মী মোতায়েন করে বিশেষ অভিযান পরিচালনা করছে।
আজ শনিবার খিলগাঁও ও উত্তর শাহজাহানপুর এলাকায় ডিএসসিসি'র প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন।
বর্ষা মৌসুমের আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধ করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
ডিএসসিসি'র মুখপাত্র জোবায়ের হোসেন জানান, এই অভিযান সকাল ৬টা থেকে শুরু হয়। উত্তর শাহজাহানপুর, এর আশপাশের জলাভূমি ও সংলগ্ন এলাকায় এই কার্যক্রম চলছে।