নাটকে ফের অশ্লীলতার অভিযোগ, সমালোচনার মুখে মুশফিক ফারহান

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মে ২০২৫, ২১:১১

বছর কয়েক আগেও টেলিভিশন নাটকে ঝেঁকে বসেছিল অশ্লীলতা। আপত্তিকর দৃশ্য এবং অশ্লীল সংলাপে দেখা যেত নাটক। টেলিভিশন ছাড়িয়ে তা ইউটিউবেও ছড়িয়ে যেতে থাকে। যা নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন ড্রয়িংরুম মিডিয়া দর্শক।


শুধু তাই নয়, এ নিয়ে তৎপর হয়েছিলেন নির্মাতা-শিল্পীরা। যার দরুণ কমে এসেছিল তা। এরপর স্বাভাবিকভাবেই আবারও সুন্দর গল্প ও নির্মাণশৈলীতে আগ্রহী হয়ে নাটকে ঝুকেছেন দর্শকরা।   


তবে মূলধারার নাটকে যেন আবারও ফিরছে অশ্লীলতা, তাও আবার অভিনেতা মুশফিক আর ফারহানের হাত ধরে।


সদ্যই উন্মুক্ত হয়েছে ‘মোর দ্যান লাভ’ শিরোনামে তার একটি নাটকের টিজার। অন্তর্জালে আসার পর ৪৮ সেকেন্ডের টিজারটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শুধু তাই নয়, জন্ম হয়েছে নতুন বিতর্কের। 


টিজারে প্রকাশিত কিছু দৃশ্য অশালীন উল্লেখ করে এগুলো দেশীয় নাটকের পরিপ্রেক্ষিতে বেমানান বলে অভিযোগ করেন নেটিজেনরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও