
৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল
দীর্ঘ তিন দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে, যেখানে ভোটের তারিখ রাখা হয়েছে ৩১ জুলাই।
বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
তারিখ ঘোষণার পরপরই জাকসুর প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি বিভাগের অধ্যাপক কামরুজ্জামান এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
উপাচার্য বলেন, জাকসুর গঠনতন্ত্রের ৮ এর খ. ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে।
জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী হামলার সঙ্গে জড়িত ছিলেন আগামী ২৯ জুনের মধ্যে তাদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিতের ঘোষণা দেন উপাচার্য।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১২ মে জাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওইদিনই খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে।