
পাকিস্তানে হানিয়া আমিরকে পানির বোতল পাঠাল ভারতীয় তরুণ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
ভারতের পানিপ্রবাহ বন্ধ করার হুমকি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে আখ্যা দিয়েছে। তবে এই যুদ্ধাবস্থা দুই দেশের মানুষের মধ্যকার রসবোধকে দমিয়ে রাখতে পারেনি। তারই সর্বশেষ নজির যেন, ভারতীয় তরুণের পক্ষ থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে পানির বোতল উপহার পাঠানোর ঘটনা।