
মেলবোর্ন কনসার্ট নিয়ে নেহা কাক্করের অভিযোগ মিথ্যা, আয়োজকদের দাবি
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:১৯
এ বছরের মার্চে ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর একটি কনসার্ট নিয়ে খুব আলোচনায় আসেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওই কনসার্ট চলাকালে কাঁদতে কাঁদতে ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।
তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিনি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ভেন্যুতে পৌঁছান এবং দর্শকদের জানান—আয়োজন ভালো না হওয়ায় তাকে ও তার দলকে কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ইভেন্ট কো-অর্ডিনেটর পেস ডি ও বিক্রম সিং রন্ধাওয়া নেহার এই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে র্যাপার ও ইভেন্ট হোস্ট পেস ডি জানান, মেলবোর্নের 'বিট প্রোডাকশন' নেহা কাক্করকে কনসার্টের জন্য আমন্ত্রণ জানায়।