You have reached your daily news limit

Please log in to continue


দুই হাজার পর্বে বিশেষ অতিথি হয়ে আসছেন অপি করিম

আগামীকাল ১ মে ২০০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করবে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’। পর্বটিতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি অপি করিম। এছাড়া এদিন অপি করিমেরও জন্মদিন।

তিনি গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে মনোনয়ন পেয়েছিলেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। 

অপি করিমের সাথে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি। তিনি ছাড়াও অর্চি রহমান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত।

প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ১২টায় প্রচারিত হচ্ছে ‘বিনোদন সারাদিন’। 

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে ‘বিনোদন সারাদিন’ প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর। ২০১২ সালের ৬ মে থেকে প্রচার শুরু হয়েছিল এই জনপ্রিয় অনুষ্ঠানের। ১ম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন