
অভিনেতা সিদ্দিককে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে চায় পুলিশ
মারধরের পর থানায় সোপর্দ করা ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
বুধবার সকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। দুপুরে এ বিষয়ে শুনানি হতে পারে।
প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানান, সিদ্দিককে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রিমান্ড শুনানির সময় তাকে আদালতে তোলা হবে।
মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে আটক করে একদল যুবক। পরে তাকে মারধর করে রমনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রমনা থানা পুলিশ পরে তাকে গুলশান থানায় নিয়ে যায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া হয়। সে সময় গুলিবিদ্ধ হন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।