
নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক ঢাকা পোস্টকে বলেন, আদালতে নির্দেশে একটি হত্যার চেষ্টা মামলা ১৭ জন অভিনয়শিল্পীসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় মোট ২৮৩ জনকে আসামি করা হচ্ছে। তাই মামলার প্রক্রিয়ার সম্পূর্ণ হতে একটু বেশি সময় লাগছে। মামলা দায়ের হওয়া সম্পূর্ণ হলে এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেবো।
এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে একজন এ আমলার আবেদন করেন। মামলায় আসামি করা হয় ২৮৩ জন। তবে আদালতে কবে মামলার আবেদন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ।