
অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশে সোপর্দ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৬
ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দিক নামেই বেশি পরিচিত।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে, যাতে ফুটপাত দিয়ে চলন্ত অভিনেতাকে মারধর করতে দেখা যায়। এরপর জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কয়েকজন যুবক। পাশেই দুই পুলিশ সদস্যকে দেখা গেলেও তাদের এগিয়ে আসতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, ওসি গোলাম ফারুককে ফোন করা হলে তারা সাড়া দেননি।