You have reached your daily news limit

Please log in to continue


অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

অনুমোদনহীনভাবে হজ করার চেষ্টা বা এমন কাজে সহায়তা করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে ঘোষণা দিয়েছে সৌদির আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা কার্যকর হবে জিলক্বদের প্রথম দিন থেকে জিলহজ্জের ১৪ তারিখ পর্যন্ত।

নতুন বিধান অনুযায়ী, অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার টাকা।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাস্তি শুধু স্থানীয়দের জন্য নয়, ভিসার যেকোনো ধরনে যারা মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করবেন বা অবস্থান করবেন, তারাও এর আওতায় পড়বেন।

এছাড়া, এ ধরনের অননুমোদিত হজে যারা সহায়তা করবেন—যেমন ভিজিট ভিসা স্পনসর করা, পরিবহন, আশ্রয় দেওয়া বা হজের স্থানে পৌঁছাতে সাহায্য করা—তাদেরও সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একাধিক ব্যক্তিকে সহায়তা করলে এই জরিমানা জনপ্রতি হিসাব করা হবে।

অবৈধভাবে প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারী যারা হজ করার চেষ্টা করবেন, তাদের গ্রেফতার করে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, আগামী ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন