
কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত ‘পিনিক’
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ জুয়েল।
পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ হলেও সম্পাদনার কাজ শেষ না হওয়ায় রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছিল পিনিক টিম। নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘আমাদের সিনেমায় বেশ কিছু ভিএফএক্সের কাজ আছে। বিশেষ করে পানির নিচের কিছু দৃশ্য। সেগুলো নিখুঁতভাবে করতে চেয়েছি। ঈদের আগে শেষ করতে গেলে অনেক তাড়াহুড়ো করে শেষ করতে হতো। এতে কাজের মান ভালো রাখা সম্ভব হতো না। এ ছাড়া মিউজিক নিয়ে আরও কাজ করতে চেয়েছি। সব মিলিয়ে দর্শকদের যে সিনেমাটি দেখাতে চাই, সেটার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। তাই রোজার ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।’
নির্মাতা জানালেন, রোজার ঈদে সম্ভব না হলেও কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত পিনিক। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটি জমা দেবেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। এর আগেই শুরু করবেন আনুষ্ঠানিক প্রচার। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রি-টিজার প্রকাশের মাধ্যমে শুরু হবে প্রমোশন। পর্যায়ক্রমে মুক্তি পাবে টিজার, পোস্টার, গান, ট্রেলার। জাহিদ জুয়েল বলেন, ‘সিনেমার প্রচার নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। প্রি-টিজার রিলিজ পেলে সেই আঁচ পাবে দর্শক। প্রি-টিজার রিলিজের সময় আমরা টিজার প্রকাশের সময়সূচি জানিয়ে দেব। এরপর করা হবে ট্রেলার লঞ্চিং। দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি
- শবনম বুবলী
- আদর আজাদ