
আজও ডিইপিজেডের ৯০ কারখানায় উৎপাদন বন্ধ
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ৯০ কারখানায় উৎপাদন দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দিলে গতকাল (সোমবার) দুপুর থেকে এই বিপর্যয় সৃষ্টি হয় বলে জানা গেছে। বিদ্যুৎ না থাকায় সেখানকার প্রায় এক লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
ডিইপিজেড সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দেয়।
গ্যাস সংযোগ কাটার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। অন্যদিকে তিতাস বলছে, বিল বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতকাল (সোমবার) দুপুরে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।
বিদ্যুৎ না থাকায় প্রায় ৯০টা কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুরের পর কিছু কারখানা জেনারেটর দিয়ে তাদের কার্যক্রম চালিয়েছে তবে সেটা দীর্ঘসময় সম্ভব নয়। এখানে এক লাখ শ্রমিক কাজ করে যারা হঠাৎ বেকার হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আমরা গতকাল বারবার তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।