
সমর্থকদের উপস্থিতিতে শিরোপা জিতে সালাহর ‘অবিশ্বাস্য অনুভূতি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৬
শেষের বাঁশি বাজতেই সতীর্থদের সঙ্গে নেচে গেয়ে শিরোপা জয়ের উৎসব শুরু করে দিলেন মোহামেদ সালাহ। তাদের সঙ্গে যোগ দিলেন কোচ আর্না স্লটও। সবার গায়ে তখন ‘চ্যাম্পিয়ন ২০২৪-২৫’ লেখা জার্সি। এক পর্যায়ে গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তুললেন মিশরের স্ট্রাইকার। ম্যাচ শেষে বললেন, ভক্তদের উপস্থিতির কারণেই এবারের শিরোপা জয় তার কাছে বিশেষ।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড রোববার ছেয়ে গিয়েছিল লালে। ‘অল রেড’ সমর্থকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। ইংলিশ প্রিমিয়ার লিগের মুকুট পুনুরুদ্ধারের জন্য টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে স্রেফ একটি পয়েন্ট হলেই চলত লিভারপুলের।
কিন্তু হাজারো সমর্থকদের সামনে নিজেদের দাপুটে চেহারা মেলে ধরল লিভারপুল। প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে চার ম্যাচ বাকি থাকতেই পুনরুদ্ধার করল মুকুট।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার