সেঞ্চুরি দিয়ে আইপিএল শেষ করার ম্যাচে পান্তের মোটা অঙ্কের জরিমানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১২:৪৭

হতাশাময় আইপিএলের শেষ ম্যাচে এসে অবশেষে নিজেকে ফিরে পেয়েছেন রিশাভ পান্ত। সেঞ্চুরি করে উদযাপন করেছেন ডিগবাজি দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচও হাসিমুখে শেষ করতে পারেননি তিনি। ২২৬ রান তুলেও হেরে গেছে লাক্ষ্নৌ সুপার জায়ান্টস। পান্ত পরে জেনেছেন বড় অঙ্কের জরিমানার খবর।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে পান্তকে। এবারের মৌসুমে এই নিয়ে তৃতীয়বার মন্থর ওভার রেটের খাঁড়ায় পড়তে হলো লাক্ষ্নৌ অধিনায়ককে। এজন্যই জরিমানার পরিমাণ এত বেশি।


ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের বাকি ১১ জনের জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ১২ লাখ রুপি করে, পরিমাণে যেটি কম।


এবারের মৌসুমে গত ৫ এপ্রিল ও ২৬ এপ্রিলও মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল পান্ত ও গোটা দলের।


একটি স্বস্তি অবশ্য আছে পান্তের, নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে। এর আগের নিয়ম ছিল, এক মৌসুমে তিনবার মন্থর ওভার রেটের কারণে জরিমানা হলে ওই অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন। গত মৌসুমে এই নিয়মের কারণেই এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এবারের আসর থেকে নিষেধাজ্ঞার নিয়ম তুলে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও