
বাফুফের ডাকে ইতালি থেকে ঢাকায় ফাহামিদুল
ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুল ইসলামের। এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে যোগ দিতে আজ ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন তিনি।
ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।
গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। তাঁকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।
১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটিতে স্বাগতিকেরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব-তপুরা। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে আজ-কালের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাফুফে।