
রেকর্ড গড়া আব্বাসের সঙ্গে হে-কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে কিউইরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪০
মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন মুহাম্মাদ আব্বাস। ২১ বছর বয়সী অলরাউন্ডার এবার বাংলাদেশে আসছেন নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে। গত কিছুদিনে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো কিপার-ব্যাটসম্যান মিচেল হে, ব্যাটসম্যান রিস মাইরু, পেসার জ্যাকারি ফোকসরাও আছেন এই দলে।
সফরে লাল বলের সিরিজে নিউ জিল্যান্ড ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন জো কার্টার, সাদা বলের সিরিজের অধিনায়ক নিক কেলি। ১৫ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া ক্রিকেটার আছেন ৯ জন।
এই সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়েছে আগেই। ১৫ সদস্যের সেই দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। সেখানে মুস্তাফিজুর রহমানসহ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ বেশ কজন তারকাও আছেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- ক্রিকেট ম্যাচ