You have reached your daily news limit

Please log in to continue


বাভুমাকে ছাড়িয়ে সুর্যকুমারের নতুন বিশ্বরেকর্ড

আইপিএলের প্রথম আসরে যত মেলবন্ধন ক্রিকেট দুনিয়াকে বড় স্বপ্ন দেখিয়েছিল, তার মাঝে অন্যতম ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বকালের দুই অন্যতম সেরা ব্যাটার সনাৎ জয়সুরিয়া এবং শচীন টেন্ডুলকারকে দিয়ে নিজেদের ওপেনিং জুটি সাজিয়েছিল তারা। ২০০৮ সালের সেই জয়সুরিয়া-শচীন জুটি টি-টোয়েন্টি ক্রিকেটকেই নতুন এক বার্তা দিয়েছিল। 

সেই আসরেই নিজের মারকুটে ব্যাটিং উপহার দিয়েছিলেন জয়সুরিয়া। পুরো আসরে হাঁকিয়েছিলেন ৩১ ছক্কা। পরের ১৮ বছর ধরে সেটাই থেকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা। মাঝে ২০২০ আসরে ঈশান কিশান খুব কাছেই চলে গিয়েছিলেন। 

সেবারেও হয়নি অবশ্য। ঈশান কিশান থেমেছিলেন ৩০ ছক্কায়। অবশেষে ২০২৫ সালে এসে ভাঙ্গল জুয়সুরিয়ার ৩১ ছক্কার রেকর্ড। ভারতের ক্রিকেটে স্কাই নাম পেয়ে যাওয়া সুর্যকুমার যাদব এই মৌসুমে নিশ্চিত করেছেন নিজের ৩২তম ছক্কা। আর তাতেই ১৭ বছর পর পেছনে পড়লেন লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন