
কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি
‘জন্মই আমার আজন্ম পাপ’- পংক্তিমালা এসেছিল যার কলম হয়ে, সেই নির্বাসিত কবি দাউদ হায়দার চলে গেলেন জীবনের সীমানা ছাড়িয়ে।
শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যু হয় ৭৩ বছর বয়সী এই কবির।
তার ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সময়ে রাত ৯টা ২০ মিনিটে মারা গেছেন চাচা। বিস্তারিত পরে আমরা জানাতে পারব।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার বলেন, তার ভাই দাউদ হায়দার জার্মান সরকারের ব্যবস্থাপনায় থাকায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানকার সরকারি ব্যবস্থাপানায় হতে পারে।
“বাঙালি কমিউনিটি চাইলে তাদের ব্যবস্থাপনাতেও হতে পারে।”
১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েকবছর কলকাতায় কাটিয়ে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মারা গেছেন
- জীবনাবসান
- দাউদ হায়দার