
জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে জামায়াতে ইসলামী
কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর এই অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
নায়েবে আমির বলেন, ঐকমত্য কমিশনের বেশ কিছু প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। অমীমাংসিত বিষয়গুলোতে পুনরায় আলোচনা হবে।
জামায়াতে ইসলামী জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে নীতিগতভাবে একমত পোষণ করেছে। তবে তারা মনে করে, এই কাউন্সিলে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে রাখা ঠিক হবে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ক্ষেত্রে জামায়াতের অবস্থান হলো, সংবিধান সংশোধন, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়গুলোতে সংসদ সদস্য স্বাধীনভাবে, অর্থাৎ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবেন।