
যুক্তরাষ্ট্রে ওয়েইমোর সপ্তাহে রোবোট্যাক্সি রাইড আড়াই লাখ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে আড়াই লাখ রোবোট্যাক্সি রাইড চালায় অটোনমাস গাড়ির ইউনিট ওয়েইমো।
ওয়েইমো’র প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেছেন, “ভৌগলিক অঞ্চল জুড়ে বিভিন্ন ব্যবসায়িক মডেলের” ক্ষেত্রে ওয়েইমোর বিকল্প রয়েছে এবং রাইড-হেইলিং অ্যাপ উবার, গাড়ি নির্মাতা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ঝোঁক রয়েছে এমন গাড়ি বহরের ব্যবসায়ের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করছে রোবোট্যাক্সি কোম্পানিটি।
অ্যালফাবেটের প্রথম প্রান্তিকের আয় নিয়ে বিশ্লেষকদের সঙ্গে এক আলাপকালে পিচাই বলেছেন, “আমরা নিজেরা এককভাবে সবকিছু করতে পারব না।”
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবোট্যাক্সি