বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণীকে আটক করা হয়েছে। দুজনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকেই তাদের খুঁজছিল পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা। ডিবির একটি সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদের আটক করেছে।