অবনমন ঠেকাল ব্রাদার্স

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ২০:২৬

অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।


মাহফিজুল ইসলামের ৯৮ ও মাইশুকুর রহমানের ৫০ রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে ২৯৪ তোলে ব্রাদার্স। জবাবে পারটেক্স গুটিয়ে যায় ১৮১ রানে। এই জয়ে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে থেকে গেল ব্রাদার্স। পারটেক্স (৮ পয়েন্ট) ও শাইনপুকুর (২ পয়েন্ট) নেমে গেছে প্রথম বিভাগে। মাহফিজুল ৫ ছক্কা ও ১০ চারে ৯৮, মিজানুর ৪২ ও আইচ মোল্লা করেন ৪৮ রান। বল হাতে ৩টি করে উইকেট নেন রকিবুল আতিক ও অলক কাপালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও