ইউরোপের নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কী

প্রথম আলো আঁদেরস ফগ রাসমুসেন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:২৮

মার্কিন নেতৃত্বাধীন যে বৈশ্বিক শৃঙ্খলা এত দিন ছিল, তা এখন আর নেই। আগে বিশ্বের নেতৃত্ব দিত যুক্তরাষ্ট্র—একটা নির্দিষ্ট নিয়মকানুনের ভিত্তিতে চলত সবকিছু। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। বিশ্বরাজনীতি পরিবর্তিত হচ্ছে। এখন ইউরোপের সামনে বড় চ্যালেঞ্জ—নিজের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চালিয়ে যাওয়া, যাতে পৃথিবী আবার এমন অবস্থায় না ফিরে যায়, যেখানে যার কাছে ক্ষমতা বেশি, তার কথাই শেষ কথা। অর্থাৎ সবকিছু শুধু ওয়াশিংটন, মস্কো আর বেইজিংয়ের মতো শক্তিশালী রাজধানীগুলোর ইচ্ছেমতো না চলে, তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 


এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বহুদিন ধরে রাখা বিশ্বাস ও ধারণাগুলো সম্পর্কে নতুন করে ভাবতে হবে। পুরোনো ধ্যানধারণা আঁকড়ে ধরলে চলবে না। শুধু কূটনৈতিক সফট পাওয়ার দিয়ে গণতন্ত্র এবং আমাদের জীবনধারা রক্ষা করা সম্ভব নয়। আমাদের এখন কঠোর শক্তির ভাষা আবার শিখতে হবে। যারা আমাদের মূল্যবোধ ও স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের মোকাবিলা করতে এ ভাষাই একমাত্র উপায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও