‘সিতারে জামিন পার’: মুক্তির তারিখ পেছালেন আমির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৫

যে সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন বলিউডি তারকা অভিনেতা আমির খান, সেই ‘সিতারে জামিন পার’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে তিন সপ্তাহ।


সিনেমার মুক্তির তারিখ দেওয়া হয়েছিল আগামী ৩০ মে । এখন বলিউড হাঙ্গামা বলছে, আমিরের ‘সিতারা জামিন পার’ মুক্তি পাবে জুন মাসের ২০ তারিখে। এ সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর ফের চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন আমির।


মাসখানেক আগে প্রজাতন্ত্র দিবসে গুজরাটের বরোদা শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার খবর জানিয়েছেন। এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিকুয়েল।


‘সিতারে জামিন পার’ আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন।


জুনে আমিরের এই সিনেমার পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘হাউস ফুল ৫’। তারকাবহুল ওই সিনেমার সঙ্গে ‘সিতারে জামিন পার’ টক্কর দেবে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।


‘সিতারে জামিন পারে’ সিনেমার ট্রেইলার আসবে অজয় দেবগনের ‘রেইড ২’ সিনেমার সঙ্গে। ১ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রেইড ২’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও