You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের মতো দেখতে ক্যামেরা থাকছে এই ফোনে

আইফোনের জনপ্রিয়তা বিশ্বের সব জায়গায়। সব বয়সী এবং শ্রেণি-পেশার মানুষের শখ থাকে আইফোন ব্যবহার করার। বিশ্বের অন্যতম দামি স্মার্টফোন হচ্ছে অ্যাপলের আইফোন। এর ফিচার, ক্যামেরা, ডিজাইন, দাম সবকিছু মিলিয়েই এটি অন্য সংস্থার ফোন থেকে আলাদা।

আইফোনের ডিজাইন, ক্যামেরায় সবচেয়ে বেশি মুগ্ধ হোন ব্যবহারকারীরা। এবার লাভা এমন একটি ফোন আনছে বাজারে, যেটি ক্যামেরা হবে একদম আইফোনের ক্যামেরার মতো। লাভা শার্ক ফোন। এই মডেলে রয়েছে এআই ফিচার যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর।

এই ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৪ জিবি। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

এছাড়া ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা শার্ক ফোনে। একটি ইউনিসক টি৬০৬ চিপসেটের সাহায্যে পরিচালিত হবে ফোনটি। প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে লাভা শার্ক ফোনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন