You have reached your daily news limit

Please log in to continue


আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাহিদা-সুপ্তারা, জ্যোতির অবনতি

বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।

নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং গতকাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে। তাতে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে শারমিন আক্তার সুপ্তা এখন অবস্থান করছেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৬৬ রান। করেছেন তিন ফিফটি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। যার মধ্যে ১০ এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ১২৬ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে বাছাইপর্বে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে।

আইসিসির গতকাল হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে দশ নম্বরে নাহিদা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৬১৮। এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২২ নম্বর বোলার রাবেয়া খান। কদিন আগে শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নাহিদা, রাবেয়া দুজনই ৫ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৬টি করে উইকেট। তবে নাহিদার ইকোনমি ৪.২৩। রাবেয়া বোলিং করেছেন ৩.৭২ ইকোনমিতে। আরেক বাংলাদেশি লেগস্পিনার ২ ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে অবস্থান করছেন। আর ১১ ধাপ এগিয়ে মারুফা আক্তার উঠে এসেছেন ৪৯ নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন