You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে ব্যর্থ সাইম ক্যারিবিয়ানে জ্বলে উঠে জেতালেন পাকিস্তানকে

তিন ম্যাচে ২৮ রান, উইকেট একটিও নয়। কদিন আগে বাংলাদেশ সফরে এই ছিল সাইম আইয়ুবের পারফরম্যান্স। কিন্তু তার ওপর কেন এত আস্থা পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের, সেটির ঝলক কিছুটা দেখালেন তরুণ ক্রিকেটার। তার অলরাউন্ড পারফরম্যান্সের পথ ধরে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতেছে ১৪ রানে।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে পাকিস্তান ২০ ওভারে তোলে ১৭৮ রান। ওয়েস্ট ইন্ডিজ যেতে পারে ১৬৪ রান পর্যন্ত।

৩৮ বলে ৫৭ রানের ইনিংসের পর গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা সাইম। তিনি ছাড়া দুই দলের আর কোনো ব্যাটসম্যান ৩৫ রান ছাড়াতে পারেননি।

ম্যাচের ফলাফল দেখে যতটা মনে হচ্ছে, লড়াই আদতে ততটা জমে ওঠেনি। রান তাড়ায় শেষ তিন ওভারে জেসন হোল্ডার ও শামার জোসেফ ছয় ছক্কায় ৫০ রান তুলে ব্যবধান কমান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার রেশ থাকতেই আরেকটি পরাজয়ে ডুবল ক্যারিবিয়ানরা। অবিশ্বাস্যভাবে, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ২০ টি-টোয়েন্টির ১৭টিই হেরে গেল!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন