আলোকস্বল্পতায় বসুন্ধরা-আবাহনীর ফেডারেশন কাপ ফাইনাল স্থগিত

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২১:১৪

আজকের দিনটা বাংলাদেশ ফুটবলের জন্য ঐতিহাসিকই বটে! সম্ভবত বিশ্ব ফুটবলেরই। কেননা আলোকস্বল্পতার কারণে কোনো ফুটবল ম্যাচ স্থগিত হয়েছে, এমনটা খুব একটা শোনা যায় না। সাম্প্রতিক সময়ে তো কখনোই নয়। অবশ্য গ্রামীণ ফুটবলে এমনটা দেখা যায়।


আজ সেই ঘটনাটিই ঘটল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। সেটিও আবার শীর্ষ পর্যায়ের কোনো টুর্নামেন্টের ফাইনালে। ২০১৮ সালের পর আজ আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড। কিন্তু ফল আসার আগেই ফাইনাল স্থগিত করতে বাধ্য হন রেফারি।


আলোকস্বল্পতার কারণে ১০৫ মিনিট শেষে উভয় পক্ষের অধিনায়কদের সঙ্গে কথা বলে রেফারি জানান, ম্যাচ আর হবে না। বাকি সময়ের খেলা হবে নাকি আবার হবে তা পরে জানিয়ে দেবে বাফুফের লিগ কর্তৃপক্ষ। এতে করে ১-১ গোলে ড্রয়ে আজকের মতো মাঠ ছাড়তে হয় বসুন্ধরা-আবহনী খেলোয়াড়দের। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

শুরুতেই কিংসকে আনন্দে ভাসার উপলক্ষ্যটা এনে দেন হুয়ান লেসকানো। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বসুন্ধরার জার্সিতে তার প্রথম গোল। লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও