You have reached your daily news limit

Please log in to continue


আলোচনার মাধ্যমে আচরণবিধি চূড়ান্ত করার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে দলটির প্রতিনিধি দল।

পরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কমিশনের কাছে তারা ৩১ দফা লিখিত সুপারিশ দিয়েছেন।

তিনি বলেন, “ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেনি। আজ আমরা আচরণবিধির বিষয়ে বেশকিছু মতামত দিয়েছি।

“আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করে, বিচার-বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করে, তাহলে এটার একধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন