ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা

কালের কণ্ঠ কক্সবাজার জেলা প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৯:২১

সম্প্রতি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক শ নতুন মাদক ব্যবসায়ীর তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা ভিন্ন পেশার আড়ালে ঢাকাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করছে। বেড়েছে ইয়াবার ব্যবসা। সূত্র ডিএনসি, র‌্যাব ও পুলিশ।


ডিএনসির গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইয়াবার পাচার বেড়েছে। কক্সবাজার ছাড়াও সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবার পাচার বেড়েছে। 


অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় এবং যথেচ্ছ ব্যবহারে তরুণসমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে আরো কঠোর হতে হবে।


সীমান্তে মাদক পাচার নিয়ন্ত্রণে কাজ করা একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অনেকে বিভিন্ন পরিবহনের গাড়িচালক ও হেলপার। এ ছাড়া সবজি বিক্রেতা. দোকানি, সড়ক শ্রমিক, ফেরিওয়ালা, রিকশাচালকের বেশেও মাদক বিক্রি হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সোর্সও মাদক ব্যবসায় জড়িত।


আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য বলছে, প্রাইভেট কার, বাস, ট্রেন, জরুরি পণ্যের ট্রাক, তেলের লরি, অ্যাম্বুল্যান্স ও পিকআপসহ বিভিন্ন যানে অভিনব কায়দায় মাদক সরবরাহ করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও