You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েল কখনোই ইরানে হামলা করতে সক্ষম হবে না

ইসরায়েল কখনোই ইরানে হামলা করতে পারেনি, ভবিষতেও পরবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এমন মন্তব্য করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষৎকারে আব্বাস আরঘচি বলেন, যক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্য নিয়েও দখলদার দেশটি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সক্ষম হবে না।

তিনি বলেন, এমনকি যুক্তরাষ্ট্রের হামলাও আমরা প্রতিরোধ করতে পারি। তাছাড়া যুক্তরাষ্ট্র জানে আমরা কতটা সক্ষম।

ইসরায়েলি সরকারও জানে আমাদের প্রতিরক্ষা ক্ষমতা কী এবং যেকোনো আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া কী হবে।

তেহরানের এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।

এই তিনটি দেশ আন্তর্জাতিক শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন