কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি : মির্জা ফখরুল

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ২১:০০

দেশে এক ধরনের অস্থিরতা চলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই দেখছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, টক শো সব কিছুতে কেমন একটা অস্থিরতা চলছে দেশে।’


তিনি বলেন, ‘কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি। অনিশ্চিত করে ফেলছি।’


রবিবার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।


বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এই বিষয়গুলো আমরা মনে করি, সব রাজনৈতিক দল-গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যর সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।’


সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ তিনি বলেন, ‘আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও