সৌন্দর্য শুধু রূপচর্চার সীমারেখায় সীমাবদ্ধ নেই, বরং তা ব্যাপ্ত হয়েছে চিকিৎসাক্ষেত্রে। সৌন্দর্যচর্চায় জনপ্রিয় ট্রেন্ড বোটক্স, ফিলার এবং হেয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। ঠোঁট, চিবুক থেকে ত্বক টোনড কিংবা কাক্সিক্ষত অবয়ব হতে পারে কসমেটোলজির সার্জারির মাধ্যমে। তবে হেয়ার ইমপ্ল্যান্টের চাহিদা সবচেয়ে বেশি। অস্বাস্থ্যকর খাবার, অপর্যাপ্ত ঘুম ও সেডেন্টারি জীবনযাপন, বয়স এসব কারণে ত্বক ও চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আর এ কারণে বোটক্স ও ফিলার এবং হেয়ার ইমপ্ল্যান্ট সার্জারির চাহিদা বাড়ছে । বিস্তারিত জানালেন ত্বক ও চুল বিশেষজ্ঞ ডা. আসমীয়া হাসিন
ত্বকের জন্য বোটক্স ও ফিলার
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বোটক্স ও ফিলার দেশে জনপ্রিয় হচ্ছে। তারকাদের পাশাপাশি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাধারণরাও বোটক্স ও ফিলারে আগ্রহী হচ্ছেন। তবে বোটক্স ও ফিলার কতটা নিরাপদ, কীভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, কী উপকার পাওয়া যায় ও স্থায়িত্ব কতদিন এ নিয়ে অনেকেরই নানা প্রশ্ন আছে।