
জন্মদিনে মেয়ের নাম জানালেন রাহুল
যুগান্তর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৮
তেত্রিশ পেরিয়ে ৩৪ বছরে পা দিয়েছেন কেএল রাহুল। এমন খুশির দিনে ভক্ত-সমর্থকদের সামনে প্রথমবার কন্যাসন্তানকে সামনে এনেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ক্রিকেটার রাহুল ও আথিয়া শেঠি যৌথভাবে জানিয়েছেন মেয়ের নাম। ছবিতে দেখা যাচ্ছে রাহুলের কোলে তার কন্যা ইভারা, পাশেই ফ্রেমেবন্দি বলিউড অভিনেত্রী আথিয়া।
ছবিতে দেখা যায়, রাহুল তার ছোট্ট ইভারাকে বুকে জড়িয়ে ধরে আছেন আর আথিয়া মুগ্ধভাবে তাকিয়ে আছেন তাঁদের কন্যার দিকে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা যার অর্থ ঈশ্বরের উপহার।’
- ট্যাগ:
- খেলা
- ভারতীয় ক্রিকেটার