
৩০ দিনে ৯ ম্যাচ, সূচি নিয়ে রেগে আগুন বার্সা কোচ
যুগান্তর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৯
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে বার্সেলোনার ঠাসা সূচিই যাচ্ছে। আজ সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামছে কাতালানরা, এই ম্যাচ নিয়ে শেষ ২১ দিনে দলটা খেলবে তাদের ৮ নম্বর ম্যাচ। এখানেই শেষ নয়। আগামী ৩০ দিনে দলটার সামনে আছে আরও অন্তত ৯টি ম্যাচ। এমন ঠাসা সূচিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে দলটার। বিশেষত যখন ম্যাচের সময় নিয়েও বার্সাকে সাহায্য করছে না লা লিগা, তখন। এবার বিষয়টা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এমন ঠাসা সূচি খেলোয়াড়দের কোনো ধরনের সুরক্ষা দেয় না। তিনি লা লিগা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান এই অব্যবস্থাপনা নিয়ে। ফ্লিক বলেন, ‘আমি সেই লোকটাকে দেখতে চাই, যে এই সূচির দায়িত্বে আছেন। আমার কাছে এটা একটা প্রহসন।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- বার্সেলোনা