আমেরিকায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার কোনো আইন নেই। এদেশে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসাবে বিবেচিত ‘ফ্রিডম অফ এক্সপ্রেশন’ বা ‘মতামত প্রকাশের স্বাধীনতা’, ‘ফ্রিডম অফ স্পিচ’ বা ‘বাকস্বাধীনতা’, ‘ফ্রিডম অফ প্রেস’ বা ‘সংবাদপত্রের স্বাধীনতা’ নিশ্চিত করা হয়েছে।
২৩৪ বছর আগে ১৭৯১ সালে গৃহীত আমেরিকান সংবিধানের প্রথম সংশোধনীতে গ্যারান্টি দেওয়া হয়েছে, এসব স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এমন কোনো আইন কংগ্রেস প্রণয়ন করবে না। শুধু তাই নয়, এ সংশোধনীর আওতায় প্রণীত আইনে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদের তথ্য সরবরাহকারী বা তথ্যের উৎস প্রকাশ না করার বিশেষ অধিকারও নিশ্চিত করা হয়েছে।