হাওরের ৯০ ভাগ ধান এখনো পাকেনি, ভারি বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় কৃষক

বণিক বার্তা প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫

বোরো মৌসুমের আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। তবে বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরের ৯০ শতাংশ ফসলই এখনো কাঁচা। নেত্রকোনার হাওরেও পাকেনি বেশির ভাগ জমির ধান। এর মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চিন্তায় ফেলেছে ওই অঞ্চলের কৃষকদের। তারা জানিয়েছেন, মাঠের সব ধান পাকতে আরো সপ্তাহ দুয়েক লাগতে পারে। তার আগে অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি উজানের ঢলে হাওর রক্ষা বাঁধ ভেঙে ডুবে যেতে পারে ফসল। তাই আকাশে মেঘ করলেই বাড়ে আতঙ্ক। গত কয়েকদিনের বৃষ্টিতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নদীর পানি। আগাম বন্যার শঙ্কায় কাটছে দিন।


দেশের মোট উৎপাদিত ফসলের প্রায় ৩০ শতাংশ জোগান আসে হাওরাঞ্চল থেকে। বর্ষাকালের হাওরের বিস্তৃত জলরাশি সেপ্টেম্বর-অক্টোবরে শুকিয়ে যেতে থাকে। সেখানে কৃষকরা ভূমির বৈশিষ্ট্যভেদে নানা ধরনের ফসল চাষ করেন। নিম্নভূমিতে করেন ধান চাষ। তবে প্রতি বছরই পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে এসব ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা সার্বিক খাদ্য জোগানও ব্যাহত করে। বোরো ধানের সঙ্গে তাই বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও