জুলাই সনদের ‘সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া’ আগামী দুই দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
তিনি বলেছেন, “এ নিয়ে ঐকমত্য হলে জুলাই সনদ সইয়ের দিনক্ষণ ঠিক করা হবে, অন্য মত পেলেও বিবেচনা করা হবে।”
শুক্রবার ‘জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে’ সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
একজন সাংবাদিক জানতে চান, কবে নাগাদ জুলাই সনদে সই হতে পারে?
উত্তরে আলী রীয়াজ বলেন, “কবে নাগাদ জুলাই সনদ- সেটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনার তৃতীয় পর্বে, বিশেষত বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর। আমরা যেটা বলেছি, প্রাথমিক একটা খসড়া দেওয়া হয়েছে সবাইকে, সে খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে।
“খসড়া থেকে এসব মন্তব্যের ভিত্তিতে ‘সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া’ আবার পাঠাব আগামী দুদিনের মধ্যে। তারই পরিপ্রেক্ষিতে সকলেই একমত হয় স্বাক্ষরের দিন-তারিখ ঠিক করা যাবে।”