টরেন্টো মাতাবেন সাবিনা ইয়াসমিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ২১:৫৯

কানাডার টরেন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের এক কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।


টরন্টো প্যাভিলিয়নে মে মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।


অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, "১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, গল্প হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।"


ফেস্টিভ্যালের আয়োজক শহীদুল ইসলাম মিন্টু গ্লিটজকে বলেছেন টরেন্টোতে সাবিনা ইয়াসমীন গাইবেন দ্বিতীয়বারের মত। এর আগে ২০১৭ সালে তিনি সেখানে কনসার্ট করেছিলেন।


মিন্টু বলেন, “সাবিনা ইয়াসমিন আমাদের এই প্রোগ্রামের জন্য খুবই খুবই স্পেশাল। এবার কানাডার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উনাকে আমরা একটা বিশেষ সম্মাননা দিতে চাচ্ছি। বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে আবারও সাবিনা ইয়াসমিনের মত কিংবদন্তিকে পেয়ে আমরা আনন্দিত।"


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও