
তীব্র গরমে সবজি, ফলমূল ও ফসলে কী ধরনের প্রভাব পড়ে?
আবহাওয়া অধিদপ্তরের মতে, এপ্রিল মাসে বাংলাদেশের গড়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় তাপ প্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা শহরের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোয় তাপমাত্রা ৩৩ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে, যা তীব্র গরমের ইঙ্গিত দেয়।
গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে, বিশেষ করে এপ্রিল মাসে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে গ্রীষ্মকালে দেশের গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। সার্বিকভাবে এপ্রিল ও মে মাসে তীব্র গরমের সম্ভাবনা উচ্চ। তাই এই সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও পর্যাপ্ত জল গ্রহণের মাধ্যমে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।