চার দিনের সফরে আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বিবিসি লিখেছে, ভ্যান্সের সফরের প্রথম দিন ২১ এপ্রিল অর্থনৈতিক, বাণিজ্য ও ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এই সফর উভয় পক্ষকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ দেবে।”