You have reached your daily news limit

Please log in to continue


২০২৫ সালেও কর্মী ছাঁটাই অব্যাহত রাখছে টেক জায়ান্টরা

বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ঢেউ ২০২৫ সালেও থামেনি। গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজনসহ একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে। ২০২২ ও ২০২৩ সালের ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় এবার সংখ্যা তুলনামূলক কম। তবে চলমান ছাঁটাইয়ের পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে খরচ কমানো, কাঠামোগত পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বেশি জোর দেয়া।

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই পর্যবেক্ষণ সম্পর্কিত প্লাটফর্ম লেঅফসডটএফওয়াইআই-এর তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত বিশ্বের ৯৩টি প্রযুক্তি কোম্পানি মোট ২৩ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে সর্বশেষ ছাঁটাইয়ের তালিকায় রয়েছে গুগল ও মাইক্রোসফট। কোম্পানি দুটি নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন