
ব্রেন টিউমার থেকে বাঁচার উপায়
প্রথম আলো
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৪
মস্তিষ্ক মানবদেহের অত্যাশ্চর্য একটি অঙ্গ। প্রায় ১ হাজার ৩৫০ গ্রাম ওজনের মস্তিষ্ক মানুষের সব শারীরিক কার্যকলাপ যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি সব বৃদ্ধিবৃত্তিক কাজ, বিবেক, আবেগ, আচার–ব্যবহারও এর দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
মস্তিষ্কের একটি জটিল সমস্যা হলো ব্রেন টিউমার। শিশুদের ক্যানসারের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ব্রেন টিউমার। এটি প্রাপ্তবয়স্ক মানুষেরও হয়। রোগের কারণ সম্পূর্ণ জানা যায় না। তবে বংশগত বা জিনগত বৈশিষ্ট্য, পরিবেশগত কারণ ও কর্মক্ষেত্রে বিকিরণের প্রভাবে এ রোগ হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ব্রেন টিউমার